০৬ নং উমেদপুর ইউনিয়ন পরিষদ
উমেদপুর ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের মাদারীপুর জেলার শিবচর উপজেলার একটি ইউনিয়ন যা ১৬টি গ্রাম নিয়ে গঠিত। উমেদপুর ইউনিয়নের উপর দিয়ে ময়নাকাটা নদী প্রবাহিত হয়েছে। উমেদপুর ইউনিয়নের মোট আয়তন ৪,৮৫৬একর বা ১৯.৬৫ বর্গ কিলোমিটার। গ্রামের সংখ্যা ১৬টি। ঘরবাড়ির সংখ্যা ৫,১৫৯টি। এ ইউনিয়নে হাট-বাজার রয়েছে ৫টি। মসজিদের সংখ্যা ১২টি এবং মন্দিরের সংখ্যা ৯টি। বাংলাদেশের ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উমেদপুর ইউনিয়নের ৫,১৫৯টি পরিবারে মোট জনসংখ্যা 26875 জন এবং প্রতি বর্গ কিলোমিটারে ১২০৫ জন লোক বাস করে। এদের মধ্যে 13235 জন পুরুষ ও 13640 জন মহিলা এবং লিঙ্গ অনুপাত ৯৮। মুসলিম ধর্মালম্বী 24244 জন, হিন্দু ধর্মালম্বী 2631 জন, খ্রিস্টান ধর্মালম্বী ১ জন ও অন্যান্য ১ জন।